অনেক দিন চেষ্টার পর আজ সন্ধ্যা অদ্য সাতটা পঞ্চাশ মিনিটে আমি ব্লগে অ্যাকাউন্ট খুলিতে সমর্থ হইয়াছি। না আমি সাধু ভাষায় নয় চলিত ভাষাতেই বেশি লিখি ।আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বাংলাতে তো লিখিই না । যাই হোক ভাবছিলাম বৈশাখী ঝড় প্রঙ্গে কিছু লিখব।কিন্তু প্রতিকুল অবস্থার ফলে আজ আমি আর লিখতে অপরাগ হইলাম।
Comments
Post a Comment